Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

অফিস সম্পর্কিত

## অফিস সম্পর্কিতঃ 

১. স্থাপিতঃ ১৯৮২ ইং

২. আয়তনঃ ৩.০০ একর

       ক) অফিস, বিল্ডিং, কোয়ার্টার, বুল সেড- ১.০০ একর

       খ) ঘাসের মাঠ- ২.০০ একর

৩. প্রজননক্ষম বুল- নাই 


## সাংগঠনিক কাঠামোঃ

ক্রমিক নং
জাতীয় বেতন স্কেল, ২০১৫ অনুযায়ী বেতন স্কেল ও গ্রেড
পদের নাম 
মঞ্জুরীকৃত 
পদের সংখ্যা
কর্মরত পদের সংখ্যা
শূণ্য পদের সংখ্যা
০১
গ্রেড- ৪
উপপরিচালক 
০১
০১
০০
০২
গ্রেড- ৬
থেরিওজেনোলজিস্ট
০১
০১
০০
০৩
গ্রেড- ৯
সায়েন্টিফিক অফিসার 
০১
০১
০০
০৪
গ্রেড- ১১ থেকে ১৪
উচ্চমান সহকারী
০১
০০
০১
এফ. এ. (এ. আই.)
০১
০০
০১
হিসাব রক্ষক কাম ক্যাশিয়ার
০১
০০
০১
০৫
গ্রেড- ১৬
ডাটা এন্ট্রি অপারেটর
০১
০০
০১


০৬


গ্রেড- ১৯
সিমেন ক্যারিয়ার
০২
০০
০২
ল্যাবরেটরী এটেন্ডেন্ট
০১
০০
০১


০৭


গ্রেড- ২০
বুল এটেন্ডেন্ট
০২
০২
০০
গার্ড
০১
০১
০০
নাইট গার্ড কাম সুইপার
০১
০১
০০


মোট
১৪
০৭
০৭







** শ্রী বিকাশ চন্দ্র হাজং
সিমেন ক্যারিয়ার
(দৈনিক হাজিরা ভিত্তিক) 

** মোঃ আরিফ
নৈশ প্রহরী 
(আউট সোর্সিং)

(আউট সোর্সিং)
প্রেষণে কর্মরত

** মোঃ ফরিদুল ইসলাম
গাড়ী চালক 
বিলুপ্ত


## কী সেবা কীভাবে পাবেনঃ

১) গবাদি পশুর জাত উন্নয়নের জন্য উন্নত জাতের বীজ সরবারহ করা হয় ।

২) কৃএিম প্রজননের জন্য প্রয়োজনীয় মালামাল সরবারহ করা হয় ।

৩) গবাদি পশুর জাত উন্নয়নের জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয় ।


## সিটিজেন চার্টারঃ

১. কৃত্রিম প্রজননের মাধ্যমে গবাদি পশুর জাত উন্নয়ন ও গুণগত মান বৃদ্ধি

২. জামালপুর ও শেরপুর জেলার প্রতি ইউনিয়নে একজন করে কৃত্রিম প্রজনন সেচ্ছাসেবী নিয়োগের মাধ্যমে কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে ।

৩. সাভার এ.আই ল্যাব থেকে প্রতি মাসে প্রাপ্ত হিমায়িত সিমেন দ্বারা জামালপুর জেলায় ৯৪ টি এবং শেরপুর জেলায় ৮৩টি সর্বমোট ১৭৭ টি উপকেন্দ্র/পয়েন্টে সরবরাহ করা হয়।

৪. হিমায়িত সিমেন এ.আই কর্মীদের মাধ্যমে কৃষকের ডাকে গরম হওয়া গাভীকে কৃত্রিম প্রজনন সেবা প্রদান করা হয়, এর ফলে কৃষক অধিক দুধ ও মাংস উৎপাদনশীল একটি উন্নত জাতের বাছুরের মালিক হন।

৫. অত্র জেলা কেন্দ্র থেকে উন্নত জাতের ঘাসের কাটিং/বীজ সরাসরি কৃষকদেরকে সরবরাহ করে উন্নত জাতের ঘাসের উৎপাদন বৃ্দ্ধির মাধ্যমে গবাদি পশুর পুষ্টির চাহিদা পূরন করা হয়।

৬. খামারিদেরকে কৃত্রিম প্রজনন, গবাদি প্রাণীর পরিচর্যা, খাদ্য ব্যবস্থাপনা ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতা বৃদ্ধি করা।

৭. সর্বোপরি অত্র জেলা কেন্দ্র থেকে কৃত্রিম প্রজননের মাধ্যমে উন্নত জাতের গবাদি পশু তৈ্রী করে অধিক দুধ ও মাংস উৎপাদনের ফলে কৃ্ষক সরাসরি আর্থিকভাবে লাভবান হচ্ছে।