Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

প্রাণিসম্পপদ অধিদপ্তরের রূপকল্প হচ্ছে সকলের জন্য নিরাপদ, পর্যাপ্ত ও মানসম্মত প্রাণিজ আমিষ নিশ্চিতকরণ। দেশের প্রাণিজ আমিষের চাহিদা পুরণের লক্ষ্যে গবাদিপশুর জাত উন্নয়ন করে দুধ ও মাংসের উৎপাদন বৃদ্ধির জন্য প্রাণিসম্পদ অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা পুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

সে লক্ষ্যে জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র, জামালপুর প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। কৃত্রিম প্রজননের মাধ্যমে উন্নত জাতের গবাদি পশু তৈ্রী করে অধিক দুধ ও মাংস উৎপাদনের ফলে কৃ্ষক সরাসরি আর্থিকভাবে লাভবান করতে সহায়তা প্রদান করছে এ প্রতিষ্ঠানটি।

## কী সেবা প্রদান করা হয়ঃ

১) গবাদি পশুর জাত উন্নয়নের জন্য উন্নত জাতের বীজ সরবারহ করা হয় ।

২) কৃএিম প্রজননের জন্য প্রয়োজনীয় মালামাল সরবারহ করা হয় ।

৩) গবাদি পশুর জাত উন্নয়নের জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয় ।

## ২০২৪-২০২৫ অর্থ বছরে লক্ষ্যমাত্রাঃ

১) জামালপুর জেলায় ৭৫ হাজার গাভী ও বকনাতে হিমায়িত সিমেন (বীজ) দ্বারা কৃত্রিম প্রজনন

২) জামালপুর জেলায় কৃত্রিম প্রজননের মাধ্যমে ৩০ হাজার বাছুর উৎপাদন

## ২০২৩-২০২৪ অর্থ বছরে লক্ষ্যমাত্রা ও অর্জনঃ

১) জামালপুর জেলায় ৬৮ হাজার ৭ শত ৬১ টি গাভী ও বকনাতে হিমায়িত সিমেন (বীজ) দ্বারা কৃত্রিম প্রজনন

২) জামালপুর জেলায় কৃত্রিম প্রজননের মাধ্যমে ২৫ হাজার ৫ শত ৭৪ টিবাছুর উৎপাদন

৩) জামালপুর জেলায় কৃত্রিম প্রজননের মাধ্যমে ৫১ লক্ষ ৫৭ হাজার ৭৫ টাকা সরকার রাজস্ব খাতে জমা হয়।

জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র, জামালপুর

বাৎসরিক লক্ষ্যমাত্রা

ক্রমপুঞ্জিত অর্জন

ক্রমপুঞ্জিত অর্জনের হার (%)

কৃত্রিম প্রজনন

৭৭,০০০ মাত্রা
৬৮, ৮৬১ মাত্রা

৮৯.৩

বাচ্চা ‍উৎপাদন

২৮,৭০০ টি 

২৫,৫৭৪ টি

৯৯.৫৬

রাজস্ব খাতে জমাকৃত টাকার পরিমাণ

৫১,৫৭,০৭৫ টাকা


## সমস্যা ও চ্যালেঞ্জঃ

মাঠ পর্যায়ের প্রান্তিক খামারীগণ গবাদিপশু পালনে ব্যাপক চ্যালেঞ্জ মোকাবেলা করছে। কৃত্রিম প্রজননের সামগ্রীর উচ্চ মূল্য, লাগসই প্রযুক্তির অভাব, সচেতনতার অভাব, জলবায়ু পরিবর্তনের প্রভাব, সীমিত জনবল ও বাজেট কৃত্রিম প্রজননের উন্নয়নে অন্যতম চ্যালেঞ্জ।

## ভবিষ্যৎ পরিকল্পনাঃ

ভিশন ২০৪১ অনুযায়ী প্রাণিজ আমিষের ঘাটতি পুরণের লক্ষ্যে দুধ ও মাংসের উৎপাদন বাড়ানোর লক্ষ্যমাত্রা গ্রহণ করা হয়েছে। এছাড়া এ খামার হতে উন্নত জাতের শংকর বাচ্চা উৎপাদন করে বিধিমত সরকারি ও বেসরকারি খামারে সরবরাহের মাধ্যমে দেশে প্রানিজ আমিষের ঘাটতি পূরণ করা। তাছাড়া প্রাণিসম্পদের টেকসই উৎপাদন নিশ্চিত করার পাশাপাশি খামারীদের প্রশিক্ষণের মাধ্যমে আমিষের উৎপাদন বৃদ্ধি, বেকারত্ব লাঘব ও আয় বৃদ্ধির মাধ্যমে কাংখিত আর্থ সামাজিক উন্নয়ন নিশ্চিতকরন।

বাংলাদেশ সরকারের অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা  বাস্তবায়নে প্রাণিজাত পণ্যের যথাযথ উৎপাদন নিশ্চিত করার লক্ষ্যে  দুগ্ধ ও মাংসল জাতের গরু উৎপাদন বৃদ্ধির জন্য কৃত্রিম প্রজনন কার্যক্রম সম্প্রসারণের মাধ্যমে গরু-মহিষের জাত উন্নয়ন এবং অধিক মাংস উৎপাদন ক্ষমতা সম্পন্ন গরুর জাত উন্নয়ন করা ও পশু খাদ্যের সরবরাহ বাড়াতে উন্নত জাতের ঘাস চাষ সম্প্রসারণ বাড়াতে হবে।